প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করবো এশিয়া মহাদেশ সর্ম্পকে সাধারণ জ্ঞান- MCQ । যা থেকে এশিয়া মহাদেশ সর্ম্পকে জানতে পারবেন।
এশিয়া মহাদেশ পৃথিবীর সবচেয়ে বড় ও জনবহুল মহাদেশ। প্রাথমিকভাবে এশিয়া মহাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত। এটি ভূপৃষ্ঠের ৮.৭% ও স্থলভাগের ৩০% অংশ জুড়ে অবস্থিত তাছাড়া পৃথিবীর মোট জনসংখ্যার ৬০% এশিয়া মহাদেশে বসাবাস করে। এটা পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, উত্তরে উত্তর মহাসাগর দ্বারা বেষ্টিত এবং দক্ষিণে ভারত মহাসাগর দ্বারা বেষ্টিত। এশিয়া মহাদেশে ৪৮ টি দেশ নিয়ে গঠিত, এদের মধ্যে চারটি রাশিয়া, তুরস্ক ,কাজাখস্তান ও আজারবাইজান দেশের মধ্যে ইউরোপে অংশ আছে। চলুন জেনে নেই এশিয়া মহাদেশ সর্ম্পকে সাধারণ জ্ঞান-MCQ গুলো।
এশিয়া মহাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান-MCQ
প্রশ্ন : মহাদেশ কয়টি ও কী কী?
উত্তর : এশিয়া মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ,ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এন্টার্কটিকা মহাদেশ, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ
প্রশ্ন : এশিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর : উত্তর গোলার্ধে অবস্থিত
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?
উত্তর : এশিয়া মহাদেশ
প্রশ্ন : এশিয়ার দক্ষিণ দিক দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর : কর্কটক্রান্তি রেখা
প্রশ্ন : এশিয়া মহাদেশের আয়তন কত?
উত্তর : ৪,৪৫,৭৯,০০০ কিমি
প্রশ্ন : এশিয়া মহাদেশের দেশ কয়টি ?
উত্তর : ৪৮টি
প্রশ্ন : এশিয়া মহাদেশে স্বাধীন দেশ কয়টি ?
উত্তর : ৪৪টি
প্রশ্ন : এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ কোনটি ?
উত্তর : চীন
প্রশ্ন : এশিয়া মহাদেশের সবচেয়ে ধনী দেশ কোনটি ?
উত্তর : কাতার
প্রশ্ন : দক্ষিণ এশিয়া মহাদেশের দেশগুলোর নাম?
উত্তর : বাংলাদেশ,ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং আফগানিস্তান।
প্রশ্ন : এশিয়া মহাদেশের দেশগুলোর নাম কি কি?
উত্তর : বাংলাদেশ,নেপাল,পাকিস্তান,আজারবাইজান,আফগানিস্তান,আর্মেনিয়া,ইন্দোনেশিয়া,ইয়েমেন,ইরাক,ইরান,ইসরাইল,উজবেকিস্তান,উত্তর কোরিয়া,ওমান,কম্বোডিয়া,কাজাকিস্তান,কাতার, কিরগিজিস্তান,কুয়েত,চীন,জর্ডান,জাপান,জর্জিয়া,তাইওয়ান,তাজিকিস্তান,তুরস্ক,তুর্কমেনিস্তান,থাইল্যান্ড,দক্ষিণ কোরিয়া,পূর্ব তিমুর,ফিলিপাইন,ফিলিস্তিন,বাহরাইন,ব্রুনাই,ভারত ,ভিয়েতনাম, ভুটান,রাশিয়া,মঙ্গোলিয়া,মায়ানমার,মালদ্বীপ,মালেশিয়া,মিশর,লাওস,লেবানন,শ্রীলংকা,সংযুক্ত আরব আমিরাত,সিঙ্গাপুর,সিরিয়া,সৌদি আরব
প্রশ্ন : এশিয়া মহাদেশ পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ?
উত্তর : স্থলভাগের ২৯.৪% অংশ
প্রশ্ন : পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়া মহাদেশে বসবাস করে?
উত্তর : ৬০ ভাগ
প্রশ্ন : Tiger of Bicycle নামে পরিচিত কোন দেশ?
উত্তর : ভিয়েতনাম
প্রশ্ন : এশিয়া ও ইউরোপ মহাদেশ কোন নদী ও পর্বত দিয়ে আলাদা হয়েছে ?
উত্তর : উরাল নদী ও উরাল পর্বত
প্রশ্ন : Father of Apple Tree বলা হয় ?
উত্তর : কাজাখস্তানকে এর আলামাআতা শহরকে
প্রশ্ন : City of Fountains বলা হয় ?
উত্তর : উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ
প্রশ্ন : এশিয়া মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট কে ?
উত্তর : কোরাজন এ্যাকুইনাে
প্রশ্ন : এশিয়া মহাদেশের প্রথম নারী প্রেসিডেন্ট কে ?
উত্তর : কোরাজন এ্যাকুইনাে
প্রশ্ন : এশিয়া মহাদেশের উষ্ণতম স্থানের নাম কি ?
উত্তর : জেকোবাবাদ
প্রশ্ন : এশিয়ার পূর্বে কোন মহাসাগর অবস্থিত?
উত্তর : প্রশান্ত মহাসাগর
প্রশ্ন : এশিয়ার দক্ষিনে কোন মহাসাগর অবস্থিত?
উত্তর : ভারত মহাসাগর
প্রশ্ন : এশিয়ার পশ্চিমে কোন মহাদেশ অবস্থিত ?
উত্তর : ইউরোপ মহাদেশ
প্রশ্ন : এশিয়ার উত্তরে কি অবস্থিত ?
উত্তর : সাইবেরিয়া
প্রশ্ন : পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলে?
উত্তর : পামীর মালভূমি
প্রশ্ন : পৃথিবীর কোন শহর বা নগরী দুটি মহাদেশে পড়েছে?
উত্তর : ইস্তানবুল শহর (এশিয়া ও ইউরোপ মহাদেশ)
প্রশ্ন : পামীর মালভূমি কোন মহাদেশে অবস্থিত ?
উত্তর : এশিয়া মহাদেশে
প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ সমভূমির নাম কি?
উত্তর : গাঙ্গেয় ব-দ্বীপ
প্রশ্ন : এশিয়া মহাদেশের গভীরতম হ্রদের নাম কি?
উত্তর : বৈকাল হ্রদ
প্রশ্ন : এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ রেনুর নদী বলে?
উত্তর : ইয়াংসিকিয়াং নদী
প্রশ্ন : এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ রেনুর নদী বলে?
উত্তর : ইয়াংসিকিয়াং নদী
প্রশ্ন : এশিয়া মহাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করে?
উত্তর : ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা
প্রশ্ন : এশিয়ার সুইজারল্যান্ড' বলা হয় কোন দেশকে ?
উত্তর : ভুটান
প্রশ্ন : ভারত ও পাকিস্তানে যে মরুভূমি আছে তার নাম কি?
উত্তর : থর মরুভূমি
প্রশ্ন : এশিয়া আফ্রিকা মহাদেশকে একত্রে বলা হয় ?
উত্তর : আফ্রোশিয়া
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম হ্রদের নাম কি ?
উত্তর : কাস্পিয়ান সাগর
প্রশ্ন : এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র কোনটি?
উত্তর : ফিলিপাইন
প্রশ্ন : এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি?
উত্তর : শ্রীলংকা
প্রশ্ন : এশিয়ার সর্ব পশ্চিম বিন্দু কোনটি?
উত্তর : বেবা অন্তরীপ
প্রশ্ন : মাউন্ট এভারেস্ট কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : এশিয়া মহাদেশে (নেপাল-চীন সীমান্তে অবস্থান)
প্রশ্ন : এশিয়া মহাদেশের মাইনর বলা হয়?
উত্তর : ভূমধ্যসাগরের- পূর্ব উপকূলকে
প্রশ্ন : এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন সাগর?
উত্তর : লোহিত সাগর
প্রশ্ন : এশিয়া ও ইউরোপকে একসাথে কি বলা হয় ?
উত্তর : ইউরেশিয়া
প্রশ্ন : এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তর : বাবেল মান্দেব প্রণালী
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম অরন্য কোনটি ?
উত্তর : তৈগা
প্রশ্ন : বাংলাদেশ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তর : দক্ষিণ এশিয়া
প্রশ্ন : কয়টি দেশ নিয়ে এশিয়া মহাদেশ গঠিত?
উত্তর : ৪৮টি
প্রশ্ন : এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তর : মালদ্বীপ
প্রশ্ন : পূর্ব তিমুর ২০০২ সালে কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে ?
উত্তর : ইন্দোনেশিয়া
প্রশ্ন : এশিয়া মহাদেশের কোন অঞ্চলে সারা বছর পরিচলন বৃষ্টি হয়?
উত্তর : মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া
প্রশ্ন : এশিয়ার তথা পৃথিবীর বৃহত্তম হ্রদের নাম কি?
উত্তর : কাস্পিয়ান সাগর
প্রশ্ন : এশিয়া মহাদেশের বৃহত্তম লোনা জলের হ্রদ কোনটি ?
উত্তর : চিলিকা হ্রদ
প্রশ্ন : পীত সাগর ও জাপান সাগর মধ্যে অবস্থিত দ্বীপ কোনটি ?
উত্তর : কোরিয়া উপদ্বীপ
প্রশ্ন : এশিয়ার খরস্রোতা নদী কোনটি ?
উত্তর : সালউইন নদী, যাহা চীন, থাইল্যান্ড মিয়ানমারের মধ্যে প্রবাহিত
প্রশ্ন: এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
উত্তর : ২৫০ সেন্টিমিটার
প্রশ্ন: এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?
উত্তর : ২৫০ সেন্টিমিটার
প্রশ্ন: এশিয়া মহাদেশের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি ?
উত্তর : গডউইন অষ্টিন
প্রশ্ন : এশিয়া মহাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি ?
উত্তর : বোর্নিও দ্বীপ
প্রশ্ন : এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর : ইয়াংসিকিয়াং নদী
প্রশ্ন : আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তর : পশ্চিমে
প্রশ্ন : এশিয়া মহাদেশের কোন দিকে বাংলাদেশের অবস্থান?
উত্তর : দক্ষিণ পূর্ব দিকে
প্রশ্ন : বাংলাদেশে এশিয়া মহাদেশে কোন অষ্ণলে অবস্থিত?
উত্তর : দক্ষিন এশিয়া
প্রশ্ন: এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম কোনটি?
উত্তর : বানিয়াচং গ্রাম
প্রশ্ন : এশিয়া মহাদেশে ভারত কোন দিকে অবস্থিত?
উত্তর : উত্তর গোলার্ধে
প্রশ্ন : ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত ?
উত্তর : দক্ষিণে অবস্থিত
প্রশ্ন : এশিয়া মহাদেশ meaning in english?
উত্তর : Continent of Asia
প্রশ্ন : এশিয়া মহাদেশের দুটি মহাসাগরের নাম?
উত্তর : প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর
প্রশ্ন : এশিয়া মহাদেশ পৃথিবীর মোট আয়তনের কত?
উত্তর : ৩০ শতাংশ
প্রশ্ন : এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটি?
উত্তর : পূর্ব তিমুর
প্রশ্ন : এশিয়া মহাদেশের দীর্ঘতম সেতু?
উত্তর : ভূপেন হাজারিকা সেতু
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম সাগর কোনটি?
উত্তর : চীন সাগর
প্রশ্ন : এশিয়া মহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
উত্তর : কোরাজন এ্যাকুইনাে, ফিলিপাইন
প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম কি?
উত্তর : এশিয়া মহাদেশ
প্রশ্ন : কোন দেশ একই সাথে ইউরোপ ও এশিয়া মহাদেশে অবস্থিত?
উত্তর : তুরষ্ক
প্রশ্ন : পৃথিবীতে সর্বোচ্চ গড় আয়ুর দেশ ?
উত্তর : জাপান
প্রশ্ন : উত্তর কোরিয়া অবস্থিত ?
উত্তর : পূর্ব এশিয়ায়
প্রশ্ন :রাশিয়া ও জাপান মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী ?
উত্তর : কুড়িল দ্বীপপুঞ্জ
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম সমভূমির নাম কি ?
উত্তর : পশ্চিম সাইবেরীয়া সমভূমি
প্রশ্ন : হিমালয় পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : এশিয়া মহাদেশে
প্রশ্ন : হিমালয় পর্বতমালা কোন দেশে অবস্থিত?
উত্তর : ভারত ও নেপাল
এশিয়া মহাদেশের কোন দেশে নিজস্ব কোন সেনাাবাহিনী নাই?
উত্তর : মালদ্বীপ
প্রশ্ন : সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তর : বাংলাদেশ
প্রশ্ন : এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে?
উত্তর : বেরিং প্রণালী
প্রশ্ন : এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে?
উত্তর : 32টি
প্রশ্ন : জি-৭ এর একমাত্র এশীয় দেশ কোনটি?
উত্তর : জাপান
প্রশ্ন : এশিয়া মহাদেশে কোনটি সবচেয়ে উচ্চ পর্বত?
উত্তর : হিমালয়
প্রশ্ন : এশিয়ার বৃহত্তম ইস্পাত কেন্দ্র?
উত্তর : জাপানের ইয়া-ওয়াটা
প্রশ্ন : এশিয়ার নগর রাষ্ট্র কোনটি?
উত্তর : সিঙ্গাপুর
প্রশ্ন : উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পৃথক করেছে ?
উত্তর : বেরিং প্রণালী
প্রশ্ন : এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে?
উত্তর : ফসফরাস প্রণালী
প্রশ্ন : এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে?
উত্তর : লোহিত ও সুয়েজ খাল।
আরোও পড়ুন
জাতিসংঘ সম্পর্কিত সাধারণ জ্ঞান -MCQ পড়তে ক্লিক করুন
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের MCQ পড়তে ক্লিক করুন
জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া সম্পর্কে MCQ পড়তে ক্লিক করুন