কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

HomeMCQ
0

কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান


বিভিন্ন এডমিশন/ সরকারি চাকুরি/ বেসরকারি চাকুরি পরীক্ষায় কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন থাকে। আমরা এই ব্লগে কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান তুলে ধরলাম । এই সাধারণ জ্ঞান গুলি কম্পিউটার সর্ম্পকে জানতে আপনাদের সহায়তা করতে পারে। চলুন দেখে  নেই কম্পিউটার সর্ম্পকে সাধারণ জ্ঞান গুলি। 


কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান

প্রশ্ন(1): কম্পিউটারের জনক কে?

উত্তর : চার্লস ব্যাবেজ


প্রশ্ন(2): কম্পিউটার ভাইরাস কি?

উত্তর : ক্ষতিকারক প্রোগ্রাম


প্রশ্ন(3): কম্পিউটারের মূল অংশ কয়টি?

উত্তর : 2টি(হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার)


প্রশ্ন(4): কম্পিউটার কে আবিষ্কার করেন কে ?

উত্তর : হাওয়ার্ড এইকিন


প্রশ্ন(5): CPU এর পূর্ণরূপ কি?

উত্তর : Central Processing Unit


প্রশ্ন(6): CPU এর প্রধান অংশ কয়টি ও কি কি?

উত্তর : 1.ALU (Arithmetic Logic Unit) 2.CU(Control Unit) 3.Register


প্রশ্ন(7): কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলা হয়?

উত্তর : Rom


প্রশ্ন(8): আধুনিক কম্পিউটারের জনক কে?

উত্তর : চার্লস ব্যাবেজ


প্রশ্ন(9): কার নির্দেশ অনুযায়ী কম্পিউটার কাজ করে থাকে ?

উত্তর : মানুষের


প্রশ্ন(10): কম্পিউটার ভাইরাস নামকরণ করেন কোন বিজ্ঞানী ?

উত্তর : ফ্রেড কোহেন


প্রশ্ন(11): কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?

উত্তর : Fortran


প্রশ্ন(12): বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?

উত্তর : পিডিপি-১


প্রশ্ন(13):সুপার কম্পিউটারের জনক কে?

উত্তর : সিমোর ক্রে


প্রশ্ন(14): পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি?

উত্তর : এনিয়াক (ENIAC)


প্রশ্ন(15): কম্পিউটার শব্দের অর্থ কি?

উত্তর : গননাকারী যন্ত্র।


প্রশ্ন(16): কম্পিউটারের ব্রেইন কি বলা হয় ?

উত্তর : মাইক্রো প্রসেসর।


প্রশ্ন(17): অপারেটিং সিস্টেম হচ্ছে?

উত্তর : মানুষের মসিত্মস্কের বুদ্ধি।


প্রশ্ন(18):  কম্পিউটার ব (BIOS) কি?

উত্তর : Basic Input-Output System


প্রশ্ন(19): কম্পিউটারের কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়?

উত্তর : ন্যানো সেকেন্ড


প্রশ্ন(20):  পার্সোনাল কম্পিউটার বলা হয় ?

উত্তর : মাইক্রো কম্পিউটার।


প্রশ্ন(21): কম্পিউটারের আবিষ্কারক জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন?

উত্তর : গণিতবিদ


প্রশ্ন(22): কম্পিউটারের প্রজন্ম কয়টি ?

উত্তর : 5টি


প্রশ্ন(23):  ইন্টারনেট জনক কে ?

উত্তর : Vinton Gray Cerf


প্রশ্ন(24):  কম্পিউটার থেকে মুদ্রিত আউটপুটকে বলা হয়?

উত্তর : হার্ড কপি


প্রশ্ন(25): PC এর পূর্ণরূপ কি?

উত্তর : Personal Computer


প্রশ্ন(26): বাংলাদেশে সর্বপ্রথম কত সালে কম্পিউটার আসে ?

উত্তর : ১৯৬৪ সালে


প্রশ্ন(27): কম্পিউটারে RAM কি হিসাবে ব্যবহৃত হয়?

উত্তর : অস্থায়ী স্মৃতি


প্রশ্ন(28):  RAM এর পূর্নরূপ কি?

উত্তর : র‌্যান্ডম অ্যাক্সেস মেমোরি(random-access memory)


প্রশ্ন(29):  কম্পিউটার ROM কে বলা হয়?

উত্তর : স্থায়ী স্মৃতি


প্রশ্ন(30): ROM এর পূর্নরূপ কি?

উত্তর : রীড-অনলি মেমোরি (ইংরেজি: Read-only memory)


প্রশ্ন(31): বাংলাদেশ স্থাপিত প্রথম কম্পিউটার নাম কি?

উত্তর : আইবিএম -১৬২০


প্রশ্ন(32):  অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তর : 1976 সালে


প্রশ্ন(33): বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত?

উত্তর : যুক্তরাষ্ট্রের আটলান্টায়


প্রশ্ন(34): প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

উত্তর : অ্যাডা অগাস্ট


প্রশ্ন(35): কম্পিউটার শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর : কম্পিউটার (Computer)শব্দটি গ্রিক "কম্পিউট" (compute) শব্দ থেকে এসেছে


প্রশ্ন(36): কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ পেশায় কি ছিলেন ?

উত্তর : একজন ইংরেজ যন্ত্র প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক ও দার্শনিক


প্রশ্ন(37): কত ধরনের ডিভাইস কম্পিউটারের ব্যবহার করা হয় ?

উত্তর : দুই ধরনের (1.ইনপুট ডিভাইস 2. আউটপুট ডিভাইস)


প্রশ্ন(38): কতটি BIT মিলে এক BYTE তৈরি হয়?

উত্তর : আটটি


প্রশ্ন(39): কিবোর্ডে মোট কতগুলি ফাংশন কী আছে?

উত্তর : ১২ টি ফাংশনাল


প্রশ্ন(40): কম্পিউটারের স্মৃতিকে কয় ভাগ করা যায়?

উত্তর : 2 ভাগে


প্রশ্ন(41): বিশ্বের বৃহত্তম কম্পিউটার মেলার নাম কি?

উত্তর : সিবিট এক্সপো


প্রশ্ন(42): আধুনিক ল্যাপটপের জনক কে?

উত্তর : বিল মোগারিজ


প্রশ্ন(43): স্লাইড বন্ধ করার কীবোর্ড ফাংশন কি?

উত্তর : Ctrl+F4


প্রশ্ন(44): ভারতের সুপার কম্পিউটারের জনক কে ?

উত্তর : বিজয় পান্ডুরঙ ভাটকর


প্রশ্ন(45): সমগ্র বিশ্বে সুপার কম্পিউটারের জনক কে?

উত্তর : সিমোর ক্রে


প্রশ্ন(46): পার্সোনাল কম্পিউটারের জনক কে?

উত্তর : হেনরি এডওয়ার্ড রবার্ট


প্রশ্ন(47): বিশ্বের প্রথম সুপার কম্পিউটারের নাম কি?

উত্তর : CRAY-1


প্রশ্ন(48): বাংলাদেশের প্রথম সুপার কম্পিউটারের নাম কি?

উত্তর : নয়ন


প্রশ্ন(49): সবচেয়ে বড় কম্পিউটারের নাম কি?

উত্তর : সানওয়ে তাইহুলাইট সুপার কম্পিউটার


প্রশ্ন(50): bps এর অর্থ ?

উত্তর : bit per second


প্রশ্ন(51): kbps এর অর্থ?

উত্তর : kilobits per second


প্রশ্ন(52): Mbps এর অর্থ ?

উত্তর : megabits per second


প্রশ্ন(53): Gbps এর অর্থ ?

উত্তর : gigabits per second


প্রশ্ন(54):  Tbps এর অর্থ ?

উত্তর : Terabits per second


প্রশ্ন(55):  Pbps এর অর্থ ?

উত্তর : Petabit per second


প্রশ্ন(56): ডেটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে কমিউনিকেশন গতিকে কয় ভাগে ভাগ করা যায় ?

উত্তর : 3ভাগে (1. Narrowband 2. Voiceband 3. Broadband


প্রশ্ন(57):  HDD এর পূর্ণ রূপ কি?

উত্তর : Hard Disk Drive


প্রশ্ন(58): SSD এর অর্থ কি?

উত্তর : Solid State Drive


আরোও পড়ুন :জনপ্রিয় কিছু সোশ্যাল মিডিয়া সম্পর্কে MCQ


প্রশ্ন(59): LCD এর পূর্ননাম কি ?

উত্তর : Liquid Crystal Display

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!