গুরুত্বপূর্ন ৫০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

HomeMCQ
0
গুরুত্বপূর্ন ৫০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

এই ব্লগে  গুরুত্বপূর্ন ৫০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো। সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি যেকোন পরীক্ষায় অংশ গ্রহন করতে আপনাদের সহায়তা করবে। চলুন দেখে নেই  সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর গুলো।

 
গুরুত্বপূর্ন ৫০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর


1.পৃথিবী-যে ছায়াপথে অবস্থিত তার নাম কি ?
a) আকাশগঙ্গা
b) ধ্রবতারা
c) সৌরজগত
d) মিল্কিওয়ে




2.“অসমাপ্ত আত্মজীবনী” গ্রন্থের রচয়িতা কে ?
a) শামসুজ্জামান খান
b) শেখ মুজিবুর রহমান
c) সমর মজুমদার
d) ড. মুহাম্মদ শহীদুল্লা




3.ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখার নাম কি ?
a) ম্যাকমোহন লাইন
b) রেডলিফ লাইন
c) ম্যাজিনো লাইন
d) ওডেরনিস লাইন




4.ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ?
a) মালাক্কা প্রণালি
b) ইরবে প্রণালী
c) এগাটু প্রণালী
d) পক প্রণালী




5.আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?
a) মিয়ানমার
b) আফগানিস্তান
c) নেপাল
d) শ্রীলঙ্কা




6.ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে ?
a) কৈলাস শৃঙ্গ
b) ত্রিশূল
c) নন্দা দেবী
d) আনাইমুদি




6.কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়?
a) সিমলা চুক্তি
b) তাসখন্দ চুক্তি
c) ইয়াল্টা চুক্তি
d) ভার্সাই চুক্তি




7.দক্ষিণ গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কত তারিখে ?
a) ২২ ডিসেম্বর
b) ২১ জুন
c) ২১ ডিসেম্বর
d) ২২ জুন




8.লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে ?
a) যুবরাজ মোহাম্মদ আযম
b) মুর্শিদকুলি খান
c) সুবাদার খান
d) শায়েস্তা খান




9.মৌমাছির চাষকে বলা হয় ?
a) অ্যাকুয়াকালচার
b) হর্টিকালচার
c) এপিকালচার
d) পিসিকালচার




10.উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে যুক্ত করেছে ?
a) জিব্রাল্টার প্রণালী
b) মালাক্কা প্রণালী
c) সুয়েজ খাল
d) পানামা যোজক




11.হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন কে ?
a) আর ডি ব্যানার্জীী
b) এভি আলেকজান্ডার
c) দয়ারাম সাহানি
d) অম্লানদ ঘোষ




12. বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর কোথায় অবস্থিত?
a) ময়মনসিংহ
b) সোনারগাঁয়ে
c) সোহরাওয়ার্দী উদ্যান
d) কুমিল্লা




13.কোন মুঘল সম্রাট বাংলার নাম রাখেন জান্নাতাবাদ ?
a) শাহাজাহান
b) হুমায়ূন
c) আকবর
d) সিরাজউদ্দৌলা




14. লালন শাহ জাদুঘর অবস্থিত কোথায় ?
a) কুষ্টিয়া
b) নাটোর
c) সিলেট
d) কুমিল্লা




15.ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে পেশ করেন ?
a) এ. কে. ফজলুল হক
b) শহীদ সোহরাওয়ার্দী
c) মুহাম্মদ আলী জিন্নাহ
d) চৌধুরী খালিকুজ্জামান




16.ভারতের কোন শহরকে সবুজ শহর বলা হয় ?
a) চেন্নাই
b) মুম্বাই
c) দিল্লি
d) গুজরাট




17.অলিম্পিকে বাংলাদেশ কত সালে প্রথম অংশগ্রহণ করে?
a) ১৯৬৭ সালে
b) ১৯৬৫ সালে
c) ১৯৮৪ সালে
d) ১৯৮৬ সালে




18.কোথায়, কে প্রথম ঐতিহাসিক ছয় দফা দাবি প্রস্তাব পেশ করেন ?
a) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,লাহোর
b) মিজানুর রহমান চৌধুরী, পাকিস্তান জাতীয় পরিষদ
c) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ,ধানমন্ডি ৩২ নং বাড়ীতে
d) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রেসকোর্স ময়দানে




19.ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত?
a) ১৯৪টি
b) ১৯৫টি
c) ১৯৬টি
d) ১৯৭টি




20.বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয় ?
a) ৫ জুন
b) ১০ জুন
c) ১৫ জুন
d) ২০ জুন




21.বর্ডার গার্ড বাংলাদেশ জাদুঘর কোথায় অবস্থিত ?
a) চট্টগ্রাম
b) ঢাকার পিলখানায়
c) সিলেট
d) বরিশাল




22.ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় ?
a) ১৯২১সালে
b) ১৯২২ সালে
c) ১৯২৩ সালে
d) ১৯২৪ সালে




23.জিয়া স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত ?
a) চট্টগ্রাম
b) ঢাকার
c) খুলনা
d) বরিশাল




24.পৃথিবীর নিকটতম গ্রহের নাম কী ?
a) শুক্র
b) বুধ
c) মঙ্গল
d) বৃহস্পতি




25.ঢাকার ধোলাই খাল কে খনন করেন ?
a) ইসলাম খান
b) মুর্শিদ কুলি খান
c) শায়েস্তা খান
d) সুজা উদ্দিন মুহাম্মদ খান




26.মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল ?
A) ১০টি
b) ১১টি
c) ১২টি
d) ১৩টি




27.মুজিবনগর কোথায় অবস্থিত?
a) মেহেরপুর
b) যশোর
c) কুষ্টিয়া
d) নড়াইল




28.বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে ?
a) ২১ শে ফেব্রুয়ারী ১৯৭২
b) ১৬ ডিসেম্বর ১৯৭২
c) ২৬ শে মার্চ ১৯৭২
d) ২৬ শে মার্চ ১৯৭১




29.তারিখ শব্দ-কোন ভাষা থেকে বাংলায় এসেছে ?
a) পর্তুগীজ শব্দ
b) উর্দু শব্দ
c) ফরাসি শব্দ
d) আরবি শব্দ




30.সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে ?
A) ১৮২৭ সালে
b) ১৬২৯ সালে
c) ১৮২৯ সালে
d) ১৭২৯ সালে




31.মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
A) মহাস্থানগড়
b) ময়নামতি
c) পুন্ড্র নগর
d) রাঢ়




32.বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে ?
a) সম্রাট বাবর
b) সম্রাট আকবর
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) মুর্শিদকুলি খান




33.কিক্রেট খেলায় বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস পায় ?
a) ২৬ জুন ২০০০
b) ২৬ জুন ২০০১
c) ২৬ জুলাই ২০০০
d) ২৬ জুলাই ২০০১




34.ম্যারাথন দৌড়ের দূরত্ব কত মাইল ? ?
a) ২৫ মাইল
b) ২৬ মাইল
c) ২৭ মাইল
d) ২৮ মাইল




35.বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ ?
a) জর্ডান
b) মিশর
c) ইরান
d) ইরাক




36.ক্রিকেট খেলার আইন কয়টি?
a) ৪২টি
b) ৪৩টি
c) ৪৪টি
d) ৪৫টি




37.দারফুর কোথায় অবস্থিত?
a) ইরাক
b) ইরান
c) সুদান
d) মিশর




38.স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কত তারিখে স্বীকৃতি দেয় ?
a) ১৯৭২ সালের ৫ এপ্রিল
b) ১৯৭২ সালের ৪ এপ্রিল
c) ১৯৭২ সালের ৭ এপ্রিল
d) ১৯৭২ সালের ৬ এপ্রিল




39.খাওয়ার লবণের সংকেত ?
a) KCI
b) NaCl
c) HCI
d) D20




40.বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কত সালে?
a) ১৯৭৩ সালে
b) ১৯৭৪ সালে
c) ১৯৭৫ সালে
d) ১৯৭৬ সালে




41.বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে ?
a) ১৯৮৫ সালে
b) ১৯৮৬ সালে
c) ১৯৮৯ সালে
d) ১৯৯০ সালে




42.বঙ্গবন্ধু কর্তৃক ছয়দফা দাবি পেশ করা হয় ?
a) ৫ ফেব্রুয়ারি , ১৯৬৬
b) ১৫ ফেব্রুয়ারি , ১৯৬৯
c) ১০ ফেব্রুয়ারি , ১৯৬৮
d) ১১ ফেব্রুয়ারি , ১৯৬৭




43.এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় ?
a) ওয়াশিংটন ডিসি
b) ম্যানিলা
c) জেনেভা
d) বার্লিন




44.অলিম্পিকে বাংলাদেশ কত সালে প্রথম অংশগ্রহণ করে?
a) ১৯৬৭ সালে
b) ১৯৬৫ সালে
c) ১৯৮৪ সালে
d) ১৯৮৬ সালে




45.শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কত তারিখে ?
a) ১৪ ডিসেম্বর
b) ১৫ ডিসেম্বর
c) ১৫ জুন
d) ২০ জুন




46.বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?
a) বিজয় সেন
b) ধর্মপাল
c) গোপাল
d) শশাঙ্ক




47.বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় কত সালে ?
a) ১০ এপ্রিল ১৯৭১ সালে
b) ১৭ এপ্রিল ১৯৭১ সালে
c) ১৭ এপ্রিল ১৯৭২ সালে
d) ১০ এপ্রিল ১৯৭২ সালে




48.দি মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট কোথায় অবস্থিত ?
a) নিউ ইয়র্ক
b) লন্ডন
c) প্যারিস
d) সিউল




49.বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর নাম কি?
a) সোমাই হাওর
b) পাথর চাওলি
c) হাকালুকি হাওর
d) বুরবুক হাওর




50.হাজার দ্বীপের দেশ বলা হয় কাকে?
a) ফিলিপাইন
b) ইন্দোনেশিয়া
c) মালদ্বীপ
d) সুইজারল্যান্ড




আরোও পড়ুন :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!