ভারতের আয়তন কত ?

HomeMCQ
0

 

ভারতের আয়তন কত


ভারতের আয়তন কত ?



                    ✔ উত্তর : ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার।


ভারত এশিয়া মহাদেশের দক্ষিন এশিয়ার একটি দেশ তাছাড়া বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। । জনসংখ্যার দিক থেকেও  এশিয়ার  বৃহৎ রাষ্ট্র।  দেশটির মোট আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার ৩,২১৪ কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমের  ২,৯৩৩ কিলোমিটার বিস্তৃতি।  ভারতের স্থলভাগের পরিসীমা ১৫,২০০ কিলোমিটার এবং উপকূলভাগের দৈর্ঘ্য ৭,৫১৭ কিলোমিটার।



ভারতের ২৮ টি রাজ্য  সমূহ :

  • অন্ধ্রপ্রদেশ
  • অরুণাচল প্রদেশ
  • অসম
  • বিহার
  •  ছত্তিশগড়
  • গোয়া
  • গুজরাত
  • হরিয়ানা
  • হিমাচল প্রদেশ
  • ঝাড়খণ্ড
  • কর্ণাটক
  • কেরলা
  • মধ্যপ্রদেশ
  • মহারাষ্ট্র
  • মণিপুর
  • মেঘালয়
  • মিজোরাম
  • নাগাল্যান্ড
  • ওড়িশা
  • পাঞ্জাব
  •  রাজস্থান
  • সিকিম
  • তামিলনাড়ু
  • তেলঙ্গানা
  • ত্রিপুরা
  • উত্তরপ্রদেশ
  • উত্তরাখণ্ড
  • পশ্চিমবঙ্গ

ভারতের ৮টি কেন্দ্রশাসিত অষ্ণলসমূহ :

  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
  • চণ্ডীগড়
  • দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
  • লাক্ষাদ্বীপ
  • পুদুচেরি
  • দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল
  • জম্মু ও কাশ্মীর
  • লাদাখ


আরোও পড়ুন গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর :


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!