দক্ষিণ এশিয়া সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর-MCQ

HomeMCQ
0
দক্ষিণ এশিয়া সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর-MCQ

দক্ষিণ এশিয়া সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি ?

উত্তর : এশিয়া মহাদেশ


প্রশ্ন : দক্ষিন এশিয়ায় শীত কোন সময় পর্যন্ত হয় ?

উত্তর :ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাস পর্যন্ত


প্রশ্ন : দক্ষিন এশিয়ার কোন দেশে থর মরুভূমি অবস্থিত?

উত্তর : ভারতে (রাজস্থান)


প্রশ্ন : দক্ষিন এশিয়ার বর্ষাকাল কখন হয় ?

উত্তর : জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত 


প্রশ্ন : দক্ষিন এশিয়ায় মোট দেশের সংখ্যা কয়টি?

উত্তর : ৯টি (বাংলাদেশ, ভারত , নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্থান, মিয়ানমার, মালদ্বীপ, আফগানিস্থান)


প্রশ্ন : এশিয়া মহাদেশকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর :  ৫ ভাগে (১.দক্ষিন এশিয়া ২.দক্ষিণ পূর্ব  এশিয়া ৩.উত্তর পশ্চিম এশিয়া ৪. দূরপ্রাচ্যে ৫.মধ্যপ্রাচ্য )


প্রশ্ন : দক্ষিন এশিয়ায় অর্থনীতির মূল চাবিকাটী কি ?

উত্তর : কৃষিকাজ


প্রশ্ন : দক্ষিন এশিয়ার সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি ?

উত্তর : জাতীয় কংগ্রেস (ভারত)


প্রশ্ন : দক্ষিন এশিয়ার কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয়?

উত্তর : নেপাল


প্রশ্ন : দক্ষিন এশিয়ার কোন দেশে স্থায়ী  সেনাবাহিনী নেই?

উত্তর : মালদ্বীপ


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার কোন দেশে শিক্ষার হার সবচেয়ে বেশি?

উত্তর : মালদ্বীপ


প্রশ্ন : দক্ষিণ এশিয়া তথা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ কোনটি ?

উত্তর : ভারত


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার কোন কোন দেশে সমুদ্র বন্দর নেই?

উত্তর : ৩টি দেশে (নেপাল, ভুটান ও আফগানিস্তান)


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি ?

উত্তর : ভারত


প্রশ্ন : দক্ষিন এশিয়ার দেশ মালদ্বীপ কতটি দ্বীপ নিয়ে গঠিত ?

উত্তর : ১১৯২টি


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার কোন দেশে রাজতন্ত্র প্রচলিত আছে?

উত্তর : নেপাল


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার জলবায়ু কোন প্রকৃতির?

উত্তর : নাতিশীতোষ্ণ


প্রশ্ন : আয়তনে দক্ষিন এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?

উত্তর : মালদ্বীপ


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় ?

উত্তর :চেরাপুঞ্জি, ভারত


প্রশ্ন : কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে?

উত্তর : পক প্রণালি


প্রশ্ন :দক্ষিণ এশিয়ার কোন দুটি দেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?

উত্তর : ভারত ও বাংলাদেশে


প্রশ্ন : ভারত ও পাকিস্তান মধ্যবর্তী সীমারেখার নাম কী?

উত্তর : র‌্যাডক্লিফ লাইন


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ?

উত্তর : ভারত


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার বৃহত্তম শহর ?

উত্তর : মুম্বাই,ভারত


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়?

উত্তর : শ্রীলংকায় 


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার কোন কোন দেশ ব্রিটিশ শাসিত ছিল?

উত্তর :  বাংলাদেশ, ভারত ও পাকিস্তান (1857 থেকে 1947 সাল পর্যন্ত)


প্রশ্ন :দক্ষিণ এশিয়ার বৃহত্তম সেতু কোনটি?

উত্তর : ভূপেন হাজারিকা সেতু


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার স্থলবেষ্টিত দেশ কয়টি?

উত্তর : ৩টি (নেপাল, ভুটান, আফগানিস্তান)


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তর : মালদ্বীপ


প্রশ্ন : আয়তনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কততম দেশ?

উত্তর : ৭ম


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার কোন দেশের জনসংখ্যা সবচেয়ে কম ?

উত্তর : ভুটান


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার কোন দেশ প্রথম CTBT স্বাক্ষর করে?

উত্তর : বাংলাদেশ


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে কোন দেশ?

উত্তর : ভারত


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর : মাউন্ট এভারেস্ট


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার উচ্চতম পর্বত শ্রেণী ?

উত্তর : হিমালয়


প্রশ্ন : দক্ষিণ এশিয়া তথা পৃথিবীর সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ ?

উত্তর : ভারত


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার প্রথম স্বাধীন দেশ কোনটি ?

উত্তর : আফগানিস্তান


প্রশ্ন : ভূস্বর্গ হিসাবে খ্যাত ?

উত্তর : কাশ্মীর


প্রশ্ন : ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ?

উত্তর : মুম্বাই


প্রশ্ন : বাংলাদেশের  প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ?

উত্তর : চট্টগ্রাম


প্রশ্ন : পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে?

উত্তর : করাচি


প্রশ্ন : ভাটির দেশ বলা হয় কোন দেশকে?

উত্তর : বাংলাদেশ


প্রশ্ন : পঞ্চনদের দেশ বলা হয় কাকে?

উত্তর : পাঞ্জাব (পাকিস্তান)


প্রশ্ন : দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থার নাম কি ?

উত্তর : সার্ক


প্রশ্ন : কত সালে সার্ক গঠিত হয়?

উত্তর : ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর


প্রশ্ন :সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তর : নেপালের কাঠমান্ডুতে


প্রশ্ন : সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি?

উত্তর : আফগানিস্তান


প্রশ্ন : সার্কের প্রথম মহাসচিব কে?

উত্তর : জনাব আবুল আহসান


প্রশ্ন : সার্কের প্রথম নারী মহাসচিব কে ?

উত্তর : ফাতিমাত ধিয়ানা সাঈদ


প্রশ্ন : সার্কের মহাসচিব মেয়াদকাল কত বছর ?

উত্তর : ৩ বছর 


প্রশ্ন : আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা নাম কি ?

উত্তর : ডুরান্ড লাইন


প্রশ্ন : বিশ্বের ধুমপান মুক্ত দেশ কোনটি

উত্তর : ভুটান


প্রশ্ন : নেপালের সর্বশেষ রাজা কে ছিলেন?

উত্তর : রাজা জ্ঞানেন্দ্র


প্রশ্ন : আফগানিস্তানের শেষ বাদশাহ কে ছিলেন?

উত্তর : জহির শাহ 


প্রশ্ন : সেভেন সিস্টার্স রাজ্যের অন্তর্ভুক্ত কোন রাজ্য গুলি?

উত্তর : অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্য


প্রশ্ন : কালাপানি কোন দুটি দেশের  অমীমাংসিত ভূখণ্ড ?

উত্তর : ভারত ও নেপাল


প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের ?

উত্তর : ভারতের 


প্রশ্ন : মেমোগেট কেলেঙ্কারিতে জড়িত কোন দেশ ?

উত্তর : পাকিস্তান

আরো ও পড়ুন :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!