গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

HomeMCQ
0

গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

যেকোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর ।

গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর 


প্রশ্ন ঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন ?

উত্তর : ১৯২০ খ্রিষ্টাব্দের ১৭ই মার্চ


প্রশ্ন ঃ ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই ?

উত্তর : নাগাল্যান্ড


প্রশ্ন ঃ পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয় ?

উত্তর :  ২৫ জুন ২০২২


প্রশ্ন ঃ বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে?

উত্তর : ৫টি( পশ্চিমবঙ্গ,মেঘালয়, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম)


প্রশ্ন ঃ হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়?

উত্তর : রক্তের গ্লকোজ


প্রশ্ন ঃবাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

উত্তর : কামরুল হাসান


প্রশ্ন ঃবাংলা ভাষায় রামায়ণ কে রচনা করেন

উত্তর : কৃত্তিবাস


প্রশ্ন ঃ শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?

উত্তর :  থাইল্যান্ড 


প্রশ্ন ঃ বাংলাদেশের কোন জেলায়  চুনাপাথর পাওয়া যায় ?

উত্তর : সিলেট


প্রশ্ন ঃ বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?

উত্তর : এককক্ষ


প্রশ্ন ঃ বাংলাদেশের  সাথে সীমান্ত রয়েছে কতটি দেশের ?

উত্তর : ২টি (ভারত ও মিয়ানমার)


প্রশ্ন ঃ সূর্য পৃথিবীর চেয়ে কতগুণ বড় ?

উত্তর : ১৩ লক্ষ


প্রশ্ন ঃ  বাংলাদেশের কত তারিখে শিশু দিবস  পালিত হয় ?

উত্তর : ১৭ মার্চ


প্রশ্ন ঃ  বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি ?

উত্তর : পুণ্ড্র


প্রশ্ন ঃ   রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে ?

উত্তর :  সংবাদপত্র


প্রশ্ন ঃ    ভারত ও চীনের মধ্যে সীমান্তরেখার নাম কি ?

উত্তর :  ম্যাকমোহন রেখা 


প্রশ্ন ঃ   বাংলাদেশের জনপ্রিয় খেলার নাম কি?

উত্তর :  কাবাডি


প্রশ্ন ঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে ?

উত্তর : আলজেরিয়া


প্রশ্ন ঃ    বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ ?

উত্তর :  পূর্ব জার্মানি


প্রশ্ন ঃ   পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম কি ? 

উত্তর :  মিল্কিওয়ে


প্রশ্ন ঃ   বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি  

উত্তর :  সেন্টমার্টিন


প্রশ্ন ঃ   সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার ?

উত্তর :  ৮ বর্গ কিলোমিটার


প্রশ্ন ঃ   বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ?

উত্তর :  অস্ট্রিক


প্রশ্ন ঃ   বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?

উত্তর :  ১৮৬২ সালে


প্রশ্ন ঃ   তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?

উত্তর :  কায়রো


প্রশ্ন ঃ   আরব ও ইসরাইল যুদ্ধ হয় কত সালে ?

উত্তর :  ১৯৬৭ সালে


প্রশ্ন ঃ   রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?

উত্তর : পটুয়াখালী


প্রশ্ন ঃ   ৫০ বছর পূর্ণ হওয়াকে কী বলা হয় ?

উত্তর : সুবর্ণ জয়ন্তী


প্রশ্ন ঃ   ১০০ বছর পূর্ণ হওয়াকে কী বলা হয় ? 

উত্তর : শতবর্ষ


প্রশ্ন ঃ   ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?

উত্তর : ১৬১০ সালে 


প্রশ্ন ঃ   MDG- এর অন্যতম লক্ষ্য কি ?

উত্তর :ক্ষুধা ও দারিদ্র দূর করা


প্রশ্ন ঃ   বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় ?

উত্তর : ৭ এপ্রিল ১৯৭৩ 


প্রশ্ন ঃ   করোনা কোন ধরনের ভাইরাস ?

উত্তর : RNA 


প্রশ্ন ঃ  গ্রিনপিস(Green Peace) কী ?

উত্তর : পরিবেশ আন্দোলন গ্রুপ


প্রশ্ন ঃ  বাংলাদেশের প্রথম ইপিজেড ( EPZ) কোথায় স্থাপিত হয় ?

উত্তর : চট্রগ্রামের হালিশহরে


প্রশ্ন ঃ  অক্টোপাসের রক্তের  রঙ কী ?

উত্তর : নীল


প্রশ্ন ঃ  বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?

উত্তর : ৪টি


প্রশ্ন ঃ  বাংলাদেশের সংবিধানের মূলনীতি কি কি?

উত্তর :জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গনতন্ত্র, ধর্মনিরপেক্ষতা


প্রশ্ন ঃ  বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত সালে ?

উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২


প্রশ্ন ঃ  বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি?

উত্তর : বিএসইসি


প্রশ্ন ঃ  বাংলাদেশের আইনজীবী হওয়ার সর্বনিম্ন বয়স কত ?

উত্তর : ২১ বছর 


প্রশ্ন ঃ  ‘শেখ হাসিনা সরণি’ কত লেন বিশিষ্ট ?

উত্তর : ১৪ 


প্রশ্ন ঃ  আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায়?

উত্তর : জেনেভা সুইজারল্যান্ড


প্রশ্ন ঃ  অক্সফাম এর সদর দপ্তর কোথায় ?

উত্তর : লন্ডন


প্রশ্ন ঃ  উয়ারী-বটেশ্বর  কোন জেলায় অবস্থিত ?

উত্তর : নরসিংদী


প্রশ্ন ঃ  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ?

উত্তর : ১৫ সদস্য


প্রশ্ন ঃ  বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু হয় কত সালে?

উত্তর : ১৯৯৬ সালে 


প্রশ্ন ঃ  পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় কত তারিখে?

উত্তর : ১ নভেম্বর ২০২৩


প্রশ্ন ঃ  শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত ?

উত্তর : জামালপুর 


প্রশ্ন ঃ  শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত ?

উত্তর : রংপুর 


প্রশ্ন ঃ  ন্যাটোর সদস্য দেশ  কতটি ?

উত্তর : ৩১ টি


প্রশ্ন ঃ  ঢাকা থেকে কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চালু হয় কত তারিখে ?

উত্তর : ১ ডিসেম্বর


প্রশ্ন ঃ  বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ফিউশন চুল্লি চালু করে কোন দেশে ?

উত্তর : জাপান (JT-60SA)


প্রশ্ন ঃ  নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে ?

উত্তর : নরওয়ে


প্রশ্ন ঃ  বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে ?

উত্তর : ঈশ্বর চন্দ্র গুপ্ত


প্রশ্ন ঃ  বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত?

উত্তর : ২৫ বছর 


প্রশ্ন ঃ  জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর : ১৯৪৯ সালে 


প্রশ্ন ঃ  পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি  ?

উত্তর : নীলনদ


প্রশ্ন ঃ  স্ট্যাচু অব লিবার্টি  কোথায় অবস্থিত ?

উত্তর : নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)


প্রশ্ন ঃ  বিশ্বের প্রশস্ততম নদীর নাম কি ?

উত্তর : আমাজন (দক্ষিণ আমেরিকা)


প্রশ্ন ঃ  বাংলাদেশের অর্থ বছর কত তারিখে সমাপ্তি হয় ?

উত্তর : ৩০ জুন 


প্রশ্ন ঃ  মাওরি আদিবাসীরা কোথায় বাস করে?

উত্তর : নিউজিল্যান্ডে


প্রশ্ন ঃ  বিশ্বের সর্বোচ্চ ভাষার দেশ বলা হয় ?

উত্তর : পাপুয়া নিউ গিনি


প্রশ্ন ঃ  বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি?

উত্তর : ৪৯৫ টি


প্রশ্ন ঃ বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?

উত্তর : ভুটান


প্রশ্ন ঃ বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি ?

উত্তর : শাপলা


প্রশ্ন ঃ বাংলাদেশের সবচেয়ে ওষুধ রপ্তানি করে কোন দেশে?

উত্তর : মিয়ানমারে


প্রশ্ন ঃ কোন দেশে অলিখিত সংবিধান রয়েছে?

উত্তর : যুক্তরাজ্যে


প্রশ্ন ঃ পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি?

উত্তর : EU


প্রশ্ন ঃ বিশ্বের একমাত্র ভাষার দেশ ?

উত্তর : উত্তর কোরিয়া


প্রশ্ন ঃ জাতীয় শিশু দিবস কত তারিখে পালিত হয়

উত্তর : ১৭ মার্চ


প্রশ্ন ঃ মুসলিম রেনেসাঁর কবি  বলা হয় কাকে ?

উত্তর : ফররুখ আহমদ


আরোও পড়ুন :

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!