ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

HomeMCQ
0

 

ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন : ভারতের  স্বাধীনতা দিবস কবে পালিত হয় ?
উত্তর: ১৫ আগষ্ট

প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় ?
উত্তর: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি

প্রশ্ন : ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ?
উত্তর: দ্রৌপদী মুর্মু

প্রশ্ন : ভারতের প্রথম  রাষ্ট্রপতির নাম কি ?
উত্তর: ড. রাজেন্দ্র প্রসাদ

প্রশ্ন : ভারতের প্রদেশ কয়টি ?
উত্তর:  ২৮টি

প্রশ্ন : ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর: কাঞ্চনজঙ্ঘা

প্রশ্ন : ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর: রাজস্থান

প্রশ্ন : ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তর: গোয়া

প্রশ্ন : ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?
উত্তর: বিহার

প্রশ্ন : ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম কি ?
উত্তর:  এনএইচ ৪৪ 

প্রশ্ন : ভারতের রাজধানীর নাম কি ?
উত্তর: নয়াদিল্লি

প্রশ্ন : ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: লর্ড ক্যানিং

প্রশ্ন : ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি?
উত্তর: জাকির হুসেইন 

প্রশ্ন : ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: অ্যালান অক্টোভিয়ান হিউম

প্রশ্ন : ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: জওহরলাল নেহেরু

প্রশ্ন : ভারত স্বাধীনতা আইন কবে পাস হয়?
উত্তর: ১৯৪৭  সালের ১৮ জুলাই

প্রশ্ন : ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর নাম কি?
উত্তর: আবুল কালাম আজাদ 

প্রশ্ন : ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন কি ?
উত্তর: ভারতীয় সংবিধান

প্রশ্ন : কত সালে ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হয় ?
উত্তর: ১৯৪৯ সালের ২৬ নভেম্বর

প্রশ্ন : ভারতীয় সংবিধান কার্যকরী হয়?
উত্তর: ১৯৫০ সালের ২৬ জানুয়ারি

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান  কোন দেশের ?
উত্তর: ভারতের 

প্রশ্ন : মহাভারতের অপর নাম কি?
উত্তর: শতসাহস্রী সংহিতা

প্রশ্ন : ভারতের সংবিধানের জনক বলা হয় ?
উত্তর:বি আর আম্বেদকর
 
প্রশ্ন : ভারতের বর্তমান অঙ্গরাজ্য সংখ্যা কয়টি ?
উত্তর: ২৮টি

প্রশ্ন : ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
উত্তর: গোয়া

প্রশ্ন : ভারত সরকারের বিভাগ কয়টি ও কি কি
উত্তর: ৩টি । (আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ)

প্রশ্ন : ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি?
উত্তর:  ২২টি

প্রশ্ন : ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ  প্রতিষ্ঠা করেন কে ?
উত্তর:  রাসবিহারী বসু

প্রশ্ন : কত সালে ভারত স্বাধীনতা লাভ করে?
উত্তর:  ১৯৪৭ সালের ১৫ আগস্ট

প্রশ্ন : ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী কে ছিলেন?
উত্তর: মঙ্গল পাণ্ডে 

প্রশ্ন : জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয় ?
উত্তর:  ১৯১৯ সালের ১৩ এপ্রিল

প্রশ্ন : কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য  ছিলেন কে ?
উত্তর: আচার্য গৌড়দাস বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন : ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে ? 
উত্তর:  ক্লিমেন্ট এটলি

প্রশ্ন : কত সালে  ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় ?
উত্তর:  ১৯৪৭ সালে

প্রশ্ন : লুনি নদীর উৎপত্তি কোথায় ?
উত্তর:  আরবল্লী পর্বতমালা

প্রশ্ন :  কত  সালে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় ?
উত্তর:  ১৮৫৭ সালে

প্রশ্ন : অহিংস অসহযোগ আন্দোলনের  ডাক দেন ?
উত্তর: মহাত্মা গান্ধী 

প্রশ্ন : ভারতের বৃহত্তম হ্রদ কোনটি ?
উত্তর: ভেম্বানদ হ্রদ 

প্রশ্ন : কোন নদীর উপর হিরাকুদ বাঁধ  অবস্থিত ?
উত্তর:  মহানদী

প্রশ্ন : ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ?
উত্তর:  প্রীতিলতা ওয়াদ্দেদার

প্রশ্ন : ভারতের মহাকাশ গবেষণার জনক  বলা হয় কাকে ?
উত্তর:  ডঃ বিক্রম অম্বালাল সারাভাই

প্রশ্ন : ভারতের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন ?
উত্তর:  ডঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়

প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:  জওহরলাল নেহেরু

প্রশ্ন : কত সালে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
উত্তর: ৬ ডিসেম্বর ১৯৭১

প্রশ্ন : ভারতের HDFC ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত?
উত্তর:  মুম্বাই

প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর:  ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণন

প্রশ্ন : ভগৎ সিং কাকে নিয়ে বিধানসভায় বোমা নিক্ষেপ করেছিলেন?
উত্তর: বটুকেশ্বর দত্ত 

প্রশ্ন : ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি  কে ছিলেন ?
উত্তর:  শ্রীমতি প্রতিভা প‍্যাটেল

প্রশ্ন : কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট বিজয় করেন ?
উত্তর:বাচেন্দ্রি পাল 

প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম উপ প্রধানমন্ত্রী  কে  ছিলেন ?
উত্তর:  সর্দার বল্লভ ভাই প‍্যাটেল

প্রশ্ন : ভারতে নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত?
উত্তর:  মৎস্য চাষে

প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কে?
উত্তর:  লর্ড মাউন্টব্যাটেন

প্রশ্ন : ভারতের নীল বিপ্লবের জনক কে ছিল?
উত্তর:  ডাঃ হীরালাল চৌধুরী 

প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর:  চক্রবর্তী রাজাগোপালাচারী 

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ কত বছর?
উত্তর: পাঁচ বছর 

প্রশ্ন : ভারতীয় গণতন্ত্র ব্যবস্থা কোন প্রকৃতির ?
উত্তর:  বহুদলীয় ও সংসদীয়

প্রশ্ন : ভারতের প্রথম পাটকল টি কোথায় অবস্থিত ?
উত্তর:  রিষড়ায়

প্রশ্ন :অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হয়েছিলেন ? 
উত্তর:  চিত্তরঞ্জন দাশ

প্রশ্ন : ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম ?
উত্তর:  সুচেতা কৃপলানী

প্রশ্ন : ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় কাকে ?
উত্তর:  আলেকজান্ডার কানিংহাম

প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী  ছিলেন কে ?
উত্তর:  সর্দার বল্লভভাই প্যাটেল

প্রশ্ন : কারা প্রথম বাণিজ্যের উদ্দেশ্যে  ভারতে এসেছিল ?
উত্তর: পর্তুগিজরা

প্রশ্ন : এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর: উইলিয়াম জোন্স 

প্রশ্ন : ভারতের প্রথম রাজধানীর নাম কি ?
উত্তর:  কলকাতা

প্রশ্ন : ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান?
উত্তর: লর্ড ডালহৌসি

প্রশ্ন : ভারতের সর্ববৃহৎ হিমবাহ কোনটি ?
উত্তর:  সিয়াচেন হিমবাহ

প্রশ্ন : ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ?
উত্তর:  রাজা রামমোহন রায়

প্রশ্ন : দিল্লীর প্রাচীন নাম কী ছিল ?
উত্তর:   ইন্দ্রপ্রস্থ

প্রশ্ন : ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় ?
উত্তর:  নালন্দা

প্রশ্ন : নেতাজী সুভাষ চন্দ্র বোস দেশত্যাগ করেছিলেন কত সালে ?
উত্তর:  ১৯৪১ সালে

প্রশ্ন : ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি কে ?
উত্তর:  প্রণব মুখার্জী 

প্রশ্ন : ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ? 
উত্তর:  লর্ড ক্যানিং

প্রশ্ন : বীরবলের আসল নাম কি ছিল?
উত্তর:  মহেশ দাস

প্রশ্ন : লৌহ মানব নামে কে পরিচিত?
উত্তর: সর্দার বল্লভ ভাই প্যাটেল

প্রশ্ন : ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ  প্রতিষ্ঠা করেন কে?
উত্তর:  রাসবিহারী বসু
 
প্রশ্ন : পাক ভারত যুদ্ধ শুরু হয় কত সালে ?
উত্তর:  ১৯৬৫ সালে

প্রশ্ন : ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা  নাম কি ?
উত্তর:  আরাবল্লী

প্রশ্ন : BJP- এর পূর্ন নাম কি ?
উত্তর:  ভারতীয় জনতা পার্টি

প্রশ্ন : ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর:  দেরাদুনে

প্রশ্ন : ভারতের বৃহত্তম নদী কোনটি ?
উত্তর:  গঙ্গা নদী

প্রশ্ন : কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় ?
উত্তর:  থাঞ্জাভুর

প্রশ্ন : ভারতীয় গণতন্ত্রের প্রতীক বলা হয় কাকে?
উত্তর:   লোকসভাকে

প্রশ্ন : স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর  কে ছিলেন ?
উত্তর: চক্রবর্তী রাজাগোপালাচারী  

প্রশ্ন : আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:  রামমোহন রায়

প্রশ্ন : সিন্ধু নদীর উৎপত্তি কোন হিমবাহ থেকে ?
উত্তর:  কৈলাস

প্রশ্ন : ইন্দিরা গান্ধী কাদের হাতে নিহত হন ?
উত্তর:   শিখদের হাতে 

প্রশ্ন : ভারতীয় উপমহাদেশে প্রথম রাজনৈতিক দল কোনটি
উত্তর:  জাতীয় কংগ্রেস

প্রশ্ন : ভারতের নেপোলিয়ন'  বলা হত কাকে ?
উত্তর:  সমুদ্রগুপ্ত

প্রশ্ন : ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর: ১৮৮৫ সালে 

প্রশ্ন : ভারতের জাতীয় পতাকার নকশা  তৈরি করেছিলেন কে ?
উত্তর:  পিঙ্গালি ভেঙ্কাইয়া

প্রশ্ন : মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল ?
উত্তর: নাথুরাম গডসে 

প্রশ্ন : ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে ?
উত্তর:  এ. ও. হিউম

প্রশ্ন : অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন?
উত্তর: চিত্তরঞ্জন দাশ 

প্রশ্ন : কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:  ১৮১৭ সালের ২০ জানুয়ারি

প্রশ্ন : দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয় ?
উত্তর: কোয়েম্বাটুর, তামিলনাড়ু
 
প্রশ্ন : রাজীব গান্ধীকে হত্যা করে  কারা ?
উত্তর:  তামিলরা

প্রশ্ন : বাংলার প্রথম মুদ্রণ খানা কোথায় স্থাপিত হয়েছিল
উত্তর:  হুগলী


Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!